মায়ের দেওয়া নাম " সুপ্রকাশ " হয়তো কোনো এক অজানা কারণে এই নাম রাখা হয়েছিল। যখন আমি আমার নামের অর্থ উপলব্ধি করতে পারলাম তখন থেকেই কিছু একটা নতুন এবং ভালো কিছু প্রকাশ করতে চেয়ে ছিলাম। যে প্রয়াস এখনো জীবিত। আজ মা এই দুনিয়া নেই কিন্তু মায়ের দেওয়া নামের স্বার্থক রূপ দিতে আপ্রাণ চেষ্টা ই আমার জীবনের মূল লক্ষ্য। " বাংলা ও বাঙালি " সব মঞ্চের ই চর্চার বিষয়। একজন বাঙালি হিসাবে আমি তার বাহিরে নোই। তাই আজকের সমাজ ও জনকল্যাণ নিয়ে সবার কাছে পৌচাতে চাই। সবার সহযোগিতা কাম্য। সুপ্রকাশ রায়
Account created 6 months agoComments & Reviews
0 CommentsTo post a new comment. You need to login first. Login
No comments yet :(